কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাবার জন্য উপহার

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ জুন ২০২২, ১৯:৪৯

মায়া আর ভালোবাসায় জড়ানো শব্দটির নাম বাবা। বাবা যেন এক বটবৃক্ষ, সবুজে ছাওয়া। মায়া ছায়াঘেরা বাবা এক উপত্যকা। রাত পোহালেই বাবা দিবস। সবার মনে চলছে ভাবনা। কী উপহার দেওয়া যায় বাবাকে? কী পেলে বাবা খুশি হবেন সবচেয়ে বেশি? বাবার হাসিমাখা মুখ দেখতে কে না চায়?



উপহারের ধরনধারণ
বাবাকে একটু আনন্দ, একটু খুশি দিতে পারে এমন উপহারের পসরা নিয়ে প্রতিবছর সেজে ওঠে ফ্যাশন হাউসগুলো। শুধু ফ্যাশন হাউসইবা বলি কেন। চাইলে জামা, জুতা, ফতুয়া, চশমা, চায়ের মগ, ঘড়ি, কলম, নোটবুক, ব্যাগ আরও কত কিছুই তো উপহার দেওয়া যায় বাবাকে। তবে সবকিছু ছাপিয়ে যায় বাবার জন্য কেনা জামা। ব্যক্তিত্ব, পছন্দ, রুচি অনুযায়ী বাবাকে জামা উপহার দেওয়া যেতে পারে আসছে বাবা দিবসে।



বাবার জামা  
উপহার হিসেবে জামা দিতে হলে বাবার পছন্দ-অপছন্দকে প্রাধান্য দেওয়া উচিত। তাঁর পছন্দের রং, কোন ধরনের কাপড়ে আরামবোধ করেন, কোন পোশাকে তাঁকে মানিয়ে যাবে ভ্রমণে, আড্ডায় কিংবা সারা দিনের কর্মব্যস্ততায়—এসব বিবেচনায় রেখে উপহার নির্বাচন করতে হবে বলে মনে করেন ফ্যাশন হাউস ‘দেশালে’র কর্ণধারদের একজন ইশরাত জাহান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও