কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১৫ বছর পর

প্রথম আলো প্রকাশিত: ১৭ জুন ২০২২, ২০:৩৪

নব্বইয়ের দশকে ‘গ্ল্যামার কুইন’ হিসেবে পরিচিত ছিলেন শিল্পা শেঠি। গত এক দশকে বড় পর্দায় সেভাবে দেখা না গেলেও রিয়েলিটি শোর কল্যাণে ছোট পর্দার জনপ্রিয় মুখ তিনি। এ ছাড়া বই লেখা, ইয়োগা প্রশিক্ষক, ইউটিউবার—নানা পরিচয়েই তাঁকে চেনানো যায়। বয়স ৪৭ পেরিয়েছে। তবে সুপারফিট এই নায়িকার শরীরে বয়স এখনো থাবা বসাতে পারেনি। অন্তর্জালে তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। আজ শুক্রবার মুক্তি পাচ্ছে শিল্পা অভিনীত নতুন ছবি নিকাম্মা। দীর্ঘ বিরতির পর এই ছবি দিয়েই বড় পর্দায় আসতে চলেছেন শিল্পা। ১৪ বছর বিরতির ২০২১ সালে শিল্পা অভিনয় করেন হাঙ্গামা ২ ছবিতে। সেটা অবশ্য প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে।


অনেক দিন সিনেমা দুনিয়া থেকে দূরে থাকলেও সব সময় প্রচারের আলোয় থেকেছেন শিল্পা। নিজের ভক্ত-অনুসারীদের নিয়ে অত্যন্ত খুশি শিল্পা। সম্প্রতি নিকাম্মার প্রচারণার সময় এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনকার সময়েও আমার ভক্ত-অনুসারীর সংখ্যা কম নয়। এখনকার তরুণেরাও আমাকে পছন্দ করে। এটা অনেক বড় ব্যাপার। আজকের প্রজন্ম আমাকে চেনে ইয়োগা, ইউটিউব, সামাজিক যোগাযোগমাধ্যম আর টেলিভিশনের কল্যাণে। ইউটিউব চ্যানেল শুরু করার সময় এ নিয়ে অনেকে ঠাট্টা-তামাশা করেছিল। কিন্তু সেসবে কান না দিয়ে নিজের কাজ করে গিয়েছি। এভাবে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পেরেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও