You have reached your daily news limit

Please log in to continue


ইতিহাসের সর্বনিম্ন দরে পাকিস্তানি রুপি

অর্থনৈতিক সংকটের জেরে ডলারের বিপরীতে অব্যাহতভাবে পড়ছে পাকিস্তানি রুপির দর। গতকাল বুধবার আরেক দফা নেমেছে রুপির মান। মুদ্রাবাজারে ২০৬.৫০ রুপির বিনিময়ে মিলছে এক ডলার। গত মে মাস থেকে হু হু করে হ্রাস পেতে শুরু করে পাকিস্তানি রুপির মান।

১৯ মে পাকিস্তানে এক ডলারের বিপরীতে রুপির মান পৌঁছায় ২০০-তে। ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গত ৭৫ বছরের ইতিহাসে নিজেদের মুদ্রার এই পরিমাণ পতন দেখেনি পাকিস্তান। তবে সেখানেই থেমে থাকেনি রুপির দরপতন, বরং দিন গড়ানোর সঙ্গে সঙ্গে নেমেছে মান। গত মঙ্গলবার পর্যন্ত পাকিস্তানে এক ডলারের বিপরীতে রুপির মান ছিল ২০৫.২৫। বুধবার তা আরো নেমে পৌঁছেছে ২০৬.৫০ রুপিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন