কম যায় না রূপসী বাংলাও, ভ্যাট ফাঁকি ১৮.৮৩ কোটি
অভিজাত হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পর ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া গেছে দেশের স্বনামধন্য পাঁচ তারকা হোটেল রূপসী বাংলার (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা) বিরুদ্ধেও। তাদের বিরুদ্ধে ১৮ কোটি ৮৩ লাখ টাকার সম্পূরক শুল্কসহ মূসক বা ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট বা ভ্যাট বিভাগ। এ নিয়ে আদালতে মামলা গড়ায় এবং সেখানেও হেরে যায় রূপসী বাংলা। এখন পর্যন্ত ওই ভ্যাট পরিশোধ করেনি তারা।
আদালতের আদেশ অনুযায়ী ২০০৫ সালের জুলাই থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে অপরিশোধিত সম্পূরক শুল্কসহ মূসক বাবদ ওই টাকা নিরঙ্কুশ বকেয়া প্রতিষ্ঠিত হয়েছে। পানশালা (মদের বার) ও ড্যান্স ফ্লোরের বিভিন্ন সেবায় প্রযোজ্য ওই শুল্ক ও ভ্যাট পরিশোধে পাঁচ তারকা হোটেল কর্তৃপক্ষকে দফায় দফায় চিঠি ও নোটিশ দিয়ে যাচ্ছে ভ্যাট বিভাগ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে