সম্পর্ক নষ্ট করে যে ৪ অভ্যাস

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১৫:৪২

সম্পর্কের ক্ষেত্রে যেকোনো একজনের আচরণ টক্সিক হলে সম্পর্কটা আর সুন্দর থাকে না। খুব স্বাভাবিকভাবেই সেটি বিষাক্ত হয়ে যায়। কারও আচরণ টক্সিক হলে তা সহজেই বোঝা যায়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এ ধরনের আচরণ বুঝে ওঠা সম্ভব হয় না। বিশেষ করে প্রেমের সম্পর্কে এটি খুব ঝাপসা হতে পারে। 


কিছু অভ্যাস আছে যেগুলোকে আমরা সম্পূর্ণ স্বাভাবিক মনে করি, কিন্তু বাস্তবে তা নাও হতে পারে। যে কারণে দুইজনের পক্ষ থেকেই ভুলের পরিমাণ বাড়তে থাকে। সমস্যার শেকড় আর তারা খুঁজে পান না। মূল সমস্যা হলো ক্ষতিকর অভ্যাস বা টক্সিক আচরণকে স্বাভাবিক মনে করা। জেনে নিন সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক বলে মনে হলেও কোন আচরণগুলো আসলে ক্ষতিকর-


ভুল-ত্রুটির হিসাব রাখা


সঙ্গী যা করেছে তার হিসাব রাখা যাতে তাকে পরে মনে করিয়ে দেওয়া যায়, এটি খুবই খারাপ একটি অভ্যাস। এটি স্বাস্থ্যকর নয়। কে সবচেয়ে বেশি সংখ্যক ভুল করেছে, দোষ করেছে ইত্যাদি মনে রাখা পরবর্তীতে খুব বিষাক্ত হয়ে ওঠে। অতীতের জিনিসগুলোকে সামনে আনা থেকে বিরত থাকুন, যেগুলোর সঙ্গে বর্তমানের কোনো প্রাসঙ্গিকতা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও