কুড়িগ্রামে শতাধিক পরিবার পানিবন্দি
ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পোড়ারচর ও পূর্ব তিন হাজারী গ্রাম প্লাবিত হয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে করে নিম্নাঞ্চলের এই দুই গ্রামের অন্তত শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
পানিবন্দি এসব পরিবার নৌকা ও কলা গাছের ভেলায় করে একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করছে। এসব এলাকার অনেক পরিবারের বসতবাড়ির ঘরে পানি প্রবেশ করায় তারা মাচা কিংবা চৌকি উঁচু রাত যাপন করছেন।
যাত্রাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত সাতদিন ধরে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি অব্যাহত থাকায় যাত্রাপুর ইউনিয়নের সব থেকে নিম্নাঞ্চল পোড়ারচর ও পূর্ব তিন হাজারী নামের দুটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে পোড়ার চরের ৪০ পরিবার ও পূর্ব তিন হাজারী গ্রামের ৬৫টি পরিবার পানিবন্দি হয়ে পরেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভারী বর্ষণ
- পানিবন্দী
- উজানের ঢল