২৬ বছরেও কল্পনা চাকমার হদিস মেলেনি, বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
২৬ বছর আগে নিজ বাড়ি থেকে অপহৃত হয়েছিলেন পার্বত্য চট্টগ্রামের নারী নেত্রী কল্পনা চাকমা। এরপর এতগুলো বছর কেটে গেলেও এ অপহরণের তদন্ত ও বিচার হয়নি। প্রতিবছর এই দিনে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়। এবারও কল্পনা চাকমাকে অপহরণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন।
রোববার সকালে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা নারাণখাইয়া রেড স্কোয়ার ঘুরে আবার স্বনির্ভর এলাকায় এসে সমাবেশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা। সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীতি চাকমার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য রেশমি মারমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান।