গরমে বিরক্তিকর ঘামাচি

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ জুন ২০২২, ১০:৪৭

ত্বকে নানা সমস্যা ও ঘামাচি গরমকালের একটি সাধারণ সমস্যা। বড়দের তো বটেই, শিশুদেরও গরমকালে ঘামাচির সমস্যা দেখা দেয়। ঘামাচি থেকে কোনো বড় সমস্যা না হলেও, এর থেকে জ্বালা ও ত্বকের চুলকানিতে কষ্ট পায় শিশুরা।


গরম এলেই শিশুদের শরীরে ঘামাচি দেখা যায়। কয়েক মাসের শিশু থেকে শুরু করে, স্কুলগামী শিশু প্রায় প্রত্যেকের শরীরই ঘামাচিতে ঢেকে যায়। একে মিলিয়ারিয়া রুব্রা, মিলিয়ারিয়া ক্রিস্টলাইনও বলা হয়। পেট, বুক, ঘাড়, নিতম্ব এবং শরীরের ভাঁজযুক্ত জায়গায় ঘামাচি বেশি হয়ে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও