পোশাকে লাল কৃষ্ণচূড়া
গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী,
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী...।
- রবীন্দ্রনাথ ঠাকুর
গাঢ় সবুজ পাতা ছাড়িয়ে টকটকে লাল কৃষ্ণচূড়া আমাদের শহরে যেন জিয়নকাঠি। গরমে যখন নাভিশ্বাস, তখন খা খা রোদে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া দেখলে প্রশান্তি পাওয়া যায় খানিক। শেষ গ্রীষ্মের গরম কিছুটা হলেও ভুলে থাকা যায়। সে জন্যই মনে হয় হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছেন, ‘আজ কৃষ্ণচূড়ার আবীর নিয়ে/ আকাশ খেলে হোলি/ কেউ জানে না সে কোন কথা/ মন কে আমি বলি...’।
যার আবির নিয়ে আকাশ হোলি খেলে সেই কৃষ্ণচূড়ার রূপ ও সৌন্দর্য এখন জায়গা করে নিয়েছে পোশাকে, গয়নায়, টিপে ও ব্যাগে। ফ্যাশনপ্রেমীরা ঋতুভিত্তিক পোশাকের দিকে ঝুঁকে পড়েছেন ইতিমধ্যে। সেই সূত্রে আগুনঝরা গ্রীষ্মে ডিজাইনাররা পোশাকে কৃষ্ণচূড়া ফুলকে জায়গা করে দিয়েছেন। শাড়ি, সালোয়ার-কামিজ, গয়না, টিপ কোথায় নেই প্রিয় ফুলটি, সেটাই এখন গবেষণার বিষয়।
- ট্যাগ:
- লাইফ
- ফ্যাশন
- পোশাক
- ফ্যাশন ট্রেন্ড
- কৃষ্ণচূড়া