বাংলাদেশ বিদ্যুৎ কিনতে আদানি গ্রুপকে যে অর্থ দেবে তাতে বানানো যাবে ৩টি পদ্মা সেতু
বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) আওতায় ভারতের আদানি গ্রুপকে বাংলাদেশ যে পরিমাণ অর্থ ক্যাপাসিটি পেমেন্ট দিচ্ছে, তা দিয়ে তিনটি পদ্মা সেতু, নয়টি কর্ণফুলী টানেল বা চারটি মেট্রো রেলের মতো মেগা অবকাঠামো নির্মাণ করা যাবে।
১,৬০০ মেগাওয়াটের আদানি গোড্ডা তাপবিদ্যুৎকেন্দ্র থেকে ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদের ২৫ বছরে প্রায় ১১.০১ বিলিয়ন ডলার দেবে। বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেবট (বিডব্লিউজিইডি) ও ইন্ডিয়ান গ্রোথওয়াচ-এর প্রকাশিত এক যৌথ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনটির অন্যতম লেখক ও বিডব্লিউজিইডির সদস্য সচিব হাসান মেহেদী বলেন, 'কর্ণফুলী রিভার টানেলের বাজেটের তুলনায় [আদানি গোড্ডা তাপবিদ্যুৎকেন্দ্রের] ক্যাপাসিটি চার্জের [বিদ্যুৎকেন্দ্রের ভাড়া] পরিমাণ নয় গুণ বেশি এবং ঢাকা মেট্রো রেলের চেয়ে চার গুণ বেশি।'