ডাক্তার হিসেবে নীতির দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়েছে: মিথিলা
“এই সিনেমায় আমি ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি। একজন ডাক্তার হিসেবে এখানে আমাকে নীতির দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়েছে। নীতিশাস্ত্রে চারটি গল্প। তার মধ্যে একটা হলো এটি-অ্যান্থলজি। এখানে আমার সহ-অভিনেত্রী ছিলেন বাসবদত্তা। বাসব অসাধারণ একজন অভিনেত্রী। আমি খুব এনজয় করেছি তার সঙ্গে কাজ করতে। কাজটির জন্য আমাদের বেশ সিরিয়াস থাকতে হয়েছে। চরিত্রটা করে আমার খুব ভালো লেগেছে’-কলকাতায় নিজের অভিনীত নতুন সিনেমা ‘নীতিশাস্ত্র’ নিয়ে ঢাকা পোস্টকে বলছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। যেখানে ডাক্তারের চরিত্রে হাজির হয়েছেন মিথিলা। সিনেমাটি নির্মাণ করছেন কলকাতার তরুণ নির্মাতা অরুণাভ খাসনবিশ। যিনি গত ১৩ বছর ধরে সিনে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সহকারি পরিচালক হিসেবেও কাজ করেছেন।