পাকিস্তান সেনাবাহিনীর নৃশংসতার বিরুদ্ধে জার্মানিতে বেলুচিস্তান নাগরিকদের বিক্ষোভ

ঢাকা টাইমস জার্মানি প্রকাশিত: ০৬ জুন ২০২২, ১৬:৩৩

বেলুচিস্তান প্রদেশের জনগণের ওপর নতুন করে পাকিস্তান সেনাবাহিনীর নৃশংসতা অন্য যেকোনো সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে। বেলুচিস্তানের জনজীবন কঠোরভাবে পাকিস্তান সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। বেলুচ রিপাবলিকান পার্টি জার্মানি ডর্টমুন্ডায় পাকিস্তান সেনাবাহিনীর নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ব্যানার ফেস্টুন হাতে নিয়ে জার্মানিতে বসবাসরত শতশত বেলুচ নাগরিক অংশ নেন।


সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক মাসগুলোতে বেলুচ জনগণের বিরুদ্ধে নৃশংসতা কয়েকগুণ বেড়েছে। বেলুচিস্তানের জনজীবন কঠোরভাবে পাকিস্তান সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। বালুচ বাসিন্দাদের দমিয়ে রাখতে রাখতে পাকিস্তান সেনাবাহিনী সেখানে নিজস্ব আইন প্রণয়ন করেছে। বেলুচিস্তানের প্রতিটি জেলায় কার্যত একই অবস্থা। নিরাপত্তা বাহিনী বেলুচ জনগণকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে এবং তাদের ওপর নির্যাতন করছে। বালুচ নারীদের ধর্ষণ করছে পাকিস্তান আর্মি। পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচার থেকে রেহাই পাচ্ছেনা নারী, শিশু বৃদ্ধরাও।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও