দেড় মাসের ভ্যাট দিতে চাচ্ছে না ভোজ্যতেল কোম্পানিগুলো
সয়াবিন ও পাম অয়েল পরিশোধনকারী কোনো কোনো কোম্পানি গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের প্রথম ১৩ দিনের উৎপাদন পর্যায়ের ভ্যাট পরিশোধ করছে না। ভ্যাট কমিশনারেট অফিস থেকে চিঠি দিয়ে বারবার তাগাদা দিলেও কোম্পানিগুলো তাতে সাড়া দিচ্ছে না। উল্টো এই দেড় মাসের ভ্যাট মওকুফ চেয়ে কোম্পানিগুলো বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে আবেদন করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১৪ মার্চ অস্থির বাজারে স্বস্তি ফেরাতে পরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) অব্যাহতি ঘোষণা করেছে সরকার। আমদানিনির্ভর এই দুই ধরনের তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট দিতে হতো। আগামী ৩০ জুন পর্যন্ত এই ধরনের ভ্যাট নেবে না সরকার। সরকারের এই সিদ্ধান্তের পর কয়েকটি কোম্পানি গত ফেব্রুয়ারি এবং মার্চ মাসের প্রথম ১৩ দিনের ভ্যাটও পরিশোধ করছে না। কোম্পানিগুলো ওই সময়ের ভ্যাটও মওকুফ চাচ্ছে। এই দেড় মাসে প্রায় ১৫০ কোটি টাকার ভ্যাট হবে।