ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কাছে কৌশলগত পরাজয়ের মুখে যুক্তরাষ্ট্র
এক শ দিন পার হয়ে গেল ইউক্রেন-রাশিয়া যুদ্ধের। এর প্রভাবে সারা বিশ্বেই জ্বালানি থেকে ভোজ্যতেল—সবকিছুরই দাম ঊর্ধ্বমুখী। ইউক্রেনের ৬৯ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রাশিয়া হুমকি দিয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যেই কিয়েভ দখল করে তাঁবেদার সরকার গঠন করবে। কিন্তু রাশিয়া কিয়েভ দখল করতে পারেনি। পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুসারে, ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে রাশিয়া কিয়েভ দখলের পরিকল্পনা থেকে পিছু হটেছে। কিন্তু সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে মনে হচ্ছে, রাশিয়া কিয়েভ দখল করতে পারেনি না বলে বলা উচিত কিয়েভ দখল করেনি। আদৌ কিয়েভ দখলের পরিকল্পনা ছিল মনে হচ্ছে না। প্রকৃতপক্ষে রাশিয়ার ফাঁদে পা দিয়েছে পশ্চিমারা।
ইউক্রেনের যুদ্ধ নিয়ে নানা ধরনের তথ্য পাই আমরা। একদিকে পশ্চিমারা দাবি করছে, এই যুদ্ধে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা স্ট্রিংগার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার আর্টিলারি ও বিমানবাহিনীর প্রভূত ক্ষতি সাধন করে রীতিমতো পঙ্গু করে দিয়েছে ইউক্রেনীয়রা। রাশিয়ার হাজার হাজার সৈন্য নিহত হয়েছেন। নিহতের তালিকায় কয়েকজন শীর্ষস্থানীয় জেনারেলও আছেন। কিন্তু ভাবনার বিষয়, এত ক্ষয়ক্ষতি ও প্রতিরোধের মুখেও রাশিয়ার বাহিনী ইউক্রেনের ২০ শতাংশ এলাকা দখলে নিয়েছে।