কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাজেটে প্রয়োজন এবং প্রত্যাশা

দেশ রূপান্তর রাজেকুজ্জামান রতন প্রকাশিত: ০৪ জুন ২০২২, ১০:০৮

বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি না থাকলেও দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী। ফলে খেটে খাওয়া মানুষসহ দুর্নীতির সুযোগহীন সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস, উন্নয়নের নানা ফিরিস্তি সত্ত্বেও কর্মহীন ও কর্মপ্রত্যাশী মানুষের দুর্বিষহ জীবন, করোনার আঘাত ও ইউক্রেন যুদ্ধের অভিঘাতসহ নানা অর্থনৈতিক সংকটের মধ্যে বাজেট ২০২২-২৩ আসছে। আগামী ৯ জুন সংসদে বাজেট উত্থাপন করা হবে। পুরনো অভিজ্ঞতা থেকে বলা যায় সংসদ সদস্যদের পক্ষ থেকে প্রচুর প্রশংসাসূচক আলোচনা হবে বাজেট নিয়ে। দু-একজন বাজেট নিয়ে প্রতিবাদ করবেন এবং শেষ পর্যন্ত যা বলা হবে বাজেট বক্তৃতায় সেটাই সংসদে পাস হয়ে যাবে।


বাজেটকে যদি এক বছরের অর্থনৈতিক পরিকল্পনা বলা হয় তাহলে তা নিয়ে সমালোচনা তো হবেই। জবাবদিহিও থাকতে হবে। আয় করার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তার কতটুকু অর্জিত হয়েছে, কোন খাতে কত বরাদ্দ, কেন বরাদ্দ আর এক বছরে তার কতটুকু ব্যয় করা সম্ভব হলো এবং তার ফলে সাফল্য কতটুকু অর্জিত হলো তা নিয়ে বিশ্লেষণ না হলে গত অর্থবছর থেকে শিক্ষা নেওয়া হবে না। গত বাজেট পাস করার সময় যারা প্রশংসার বন্যায় অর্থমন্ত্রীকে ভাসিয়ে দিয়েছিলেন এবারও তারা কথার ফুলঝুরি ছড়াবেন কি না সে বিষয়েও তো বিবেচনার অবকাশ থাকে। কিন্তু সমালোচনা গ্রহণের মানসিকতা না থাকলে, অর্থনীতি নিয়ে যারা ভাবেন তারা সরকারের পছন্দমতো কথা না বললে তাদের অপমান বা তাচ্ছিল্য করলে হয়তো রাজনৈতিক সান্ত্বনা পাওয়া যায় কিন্তু অর্থনৈতিক সংকট দূর করা যায় না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও