![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2022/06/03/image-264551.jpg)
ত্রিশালে প্রাইভেটকারে গরুচুরি!
ময়মনসিংহের ত্রিশালে ভিআইপি পন্থায় গরু চুরি করতে গিয়ে প্রাইভেটকারে চার গরু রেখেই পালিয়েছে চোর। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বাদামিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন গভীর রাতে একটি কালো রঙের প্রাইভেটকারে করে চারটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল একটি সংঘবদ্ধ চোরচক্র। এসময় ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বাদামিয়া গ্রামবাসী খোঁজ পেয়ে আটকানোর চেষ্টা করলে প্রাইভেটকার রেখেই চোর পালিয়ে যায়। এলাকাবাসী গরুগুলো উদ্ধার করে প্রাইভেটকারটি ভাঙচুর পুলিশে খবর দেয়। পরে পুলিশ চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও গরু চারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।