ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের আড়াই হাজার প্রার্থীকে নিয়োগের নির্দেশ

বিডি নিউজ ২৪ হাইকোর্ট প্রকাশিত: ০১ জুন ২০২২, ১৬:৪৫

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ত্রয়োদশ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ আড়াই হাজার প্রার্থীকে নিয়োগের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।


এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি ফাতেমা নজিবের বেঞ্চ বুধবার এই রায় দেয়।


২০১৬ সালে ত্রয়োদশ নিবন্ধনের আওতায় তিন ধাপে পরীক্ষা নিয়ে উত্তীর্ণ ১৭ হাজার ২৫৪ জনের তালিকা প্রকাশ করেছিল এনটিআরসিএ।এর মধ্যে নিয়োগ না পাওয়া ২ হাজার ৫০০ জন সংক্ষুব্ধের পক্ষে ২০২০ সালের শেষ দিকে হাই কোর্টে নয়টি রিট দায়ের করা হয়।


এসব রিটের শুনানি শেষে গত বছরের ২০ মে রুল জারি করে হাই কোর্ট। উত্তীর্ণদের নিয়োগ দিতে কেন সুপারিশ করা হবে না-তা জানতে চাওয়া হয় সেখানে। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার আদেশ দিল হাই কোর্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও