সর্বোচ্চ আয় করা প্রধান নির্বাহী ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফরচুন ২০২১ সালে সর্বাধিক আয় করা প্রধান নির্বাহীদের তালিকা প্রকাশ করেছে। ৫০০ জনের এই তালিকায় প্রথম স্থানে আছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। প্রধান নির্বাহী হিসেবে টেসলার শেয়ার থেকে গত বছর তিনি আয় করেছেন দুই হাজার ৩৫০ কোটি ডলার। মাস্কের পরই আছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।
২০২১ সালে তাঁর আয় ছিল ৭৭ কোটি পাঁচ লাখ ডলার। তৃতীয় স্থানে আছেন সফটওয়্যার কম্পানি এনভিডিয়ার জেনসন হুয়াং এবং চতুর্থ নেটফ্লিক্সের রিড হেস্টিংস। সপ্তম স্থানে আছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। তালিকার শীর্ষ ১০ স্থানে আছে প্রযুক্তি ও জৈব-প্রযুক্তি নিয়ে কাজ করা কম্পানির প্রধান নির্বাহীরা। যুক্তরাষ্ট্রের শীর্ষ আয় করা ৫০০ কম্পানির তালিকাও প্রকাশ করেছে ফরচুন। প্রথম স্থানে রয়েছে ওয়ালমার্ট। আর এই তালিকার তৃতীয় স্থানে আছে অ্যাপল। ইলন মাস্কের কম্পানি টেসলার অবস্থান ৬৫তম।