You have reached your daily news limit

Please log in to continue


উদ্ভাবন হতে পারে নতুন উদ্যোক্তার প্রথম বিনিয়োগ

অনেক দিন আগে বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে নবাগতদের ব্যবসা শুরু করা সম্পর্কিত একটি আলোচনা শুনছিলাম। আলোচনায় উঠে এলো ব্যবসায় বিনিয়োগ প্রসঙ্গ। বিনিয়োগ তো যেকোনো ব্যবসার প্রথম শর্ত। একজন শিক্ষার্থী শুরুতেই বিনিয়োগ করার অর্থ কোথায় পাবে? বিশেষ করে দরিদ্র পরিবারের সদস্য হলে তো অর্থের জোগান দেওয়া সম্ভব নয়।

বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, একজন শিক্ষার্থী, যার ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল, সাদামাটা স্নাতক ডিগ্রি নিয়ে একটি চাকরি না পেয়ে হতাশায় পেয়ে বসে তাকে। হয়তো কোনো একসময় এই তরুণ কাজের অন্য কোনো পথ খুঁজে না পেয়ে ব্যবসা শুরু করার চিন্তা করে। কিন্তু ব্যবসা পরিচালনার জন্য তার কোনো অভিজ্ঞতা ও বিনিয়োগের পুঁজি না থাকায় ব্যবসা শুরু করতে সমস্যা দেখা দেয়। কিন্তু ওই তরুণের মাথায় যদি নতুন ধারণা থাকে, তাহলে সে কিন্তু পথ খুঁজে পাবে। একটি নতুন ধারণা তাকে ব্যবসা শুরু করার আলো দেখাতে পারে। এক তরুণের উদাহরণ দেওয়া যেতে পারে। ব্যবসাক্ষেত্রে নতুন উদ্ভাবন ছিল তার। একটি নতুন পণ্য সে প্রথমবারের মতো বাংলাদেশে আনে। এটি স্থানীয় বাজারে সহজেই জায়গা করে নেয়। বর্তমানে তার সংস্থায় এক হাজারের বেশি কর্মী কাজ করছে। আসলে তার বিনিয়োগটি ছিল তার নতুন ধারণা, তার উদ্ভাবন—অর্থ নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন