তিল যখন বিপদের কারণ
প্রথম আলো
প্রকাশিত: ৩০ মে ২০২২, ১১:০৬
তিল নিয়ে যত কাব্যই রচিত হোক, তিল নিয়ে বিপদও হতে পারে। যেমন ম্যালিগন্যান্ট মেলানোমা। তিল থেকে হতে পারে ত্বকের এই ক্যানসার।
মেলানোমা কী: ত্বকের গভীর স্তরে অবস্থিত মেলানিন নামক কালো রং সৃষ্টিকারী কোষের ক্যানসারই হলো ম্যালিগন্যান্ট মেলানোমা।
কোথায় হয়: ত্বকের যে অংশে সূর্যালোক বেশি পড়ে (যেমন হাত, পা, ঘাড়), সেসব অংশে বেশি হয়। তবে ত্বক ছাড়াও চোখ, নাক, পায়ুপথ, যোনিপথ, এমনকি মস্তিষ্কের আবরণীতেও মেলানোমা হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- তিল
- রোগের লক্ষণ