কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অবৈধ হাসপাতাল-ক্লিনিক সিলগালা : বেটার লেট দ্যান নেভার

ঢাকা পোষ্ট প্রভাষ আমিন প্রকাশিত: ৩০ মে ২০২২, ১০:৩৫

গ্রাম থেকে এক গরিব মানুষ তার সন্তানকে নিয়ে ঢাকা এসেছিলেন চিকিৎসার জন্য। বাচ্চার হার্টে নাকি ফুটো আছে। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নিলে এই ধরনের রোগীকে অবশ্যই ভর্তি করবে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেবে।


জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে আপনি বুঝতেই পারবেন না, এটা হাসপাতাল না বাজার। ফ্লোরে, বারান্দায় রোগী শুয়ে আছে। দেখে আপনার রাগ হতে পারে। কিন্তু ভরসাও কিন্তু এটাই। তারা কোনো রোগী ফিরিয়ে দেয় না।


বাজারের মতো হাসপাতালের চিত্র নিয়ে কয়েকবছর আগে হৃদরোগ ইনস্টিউটের তখনকার পরিচালকের সাথে কথা হচ্ছিল। তিনি বললেন, ‘চাইলে এই হাসপাতালও ঝকঝকে তকতকে রাখা সম্ভব। যদি আমরা আসনের অতিরিক্ত রোগী ভর্তি না করি, তাহলেই হাসপাতাল পরিচ্ছন্ন থাকবে। কিন্তু তাতে প্রতিদিন আমাদের হাসপাতালের গেটে মানুষ মারা যাবে। তাই আমরা কোনো রোগীই ফিরিয়ে দেই না। বারান্দায় রেখে হলেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। জীবন বাঁচানোর চেষ্টা করি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও