রপ্তানিতে উৎসে কর বাড়তে পারে

সমকাল প্রকাশিত: ৩০ মে ২০২২, ০৮:৫৮

রপ্তানি আয়ে উৎসে কর বাড়িয়ে দ্বিগুণ করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব সংগ্রহ বাড়াতে আগামী অর্থবছরের বাজেটে এই কর হার বাড়ানোর প্রস্তাব আসতে পারে। সংশ্নিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।


বর্তমানে সব ধরনের পণ্য রপ্তানির আয় থেকে দশমিক ৫০ শতাংশ হারে উৎসে কর নেওয়া হচ্ছে। আগামী ৩০ জুন এর মেয়াদ শেষ হবে। এনবিআর সূত্রে জানা গেছে, আগামী ২০২২-২৩ অর্থবছরে এই কর হার ১ শতাংশ করা হতে পারে। তবে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, উৎসে কর বাড়ানো হলে রপ্তানি আয়ে বিরূপ প্রভাব পড়বে। দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার যে সংকট চলছে, তা আরও বাড়িয়ে দিতে পারে।


এনবিআর সূত্র জানায়, দেশের রপ্তানি আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি রয়েছে। পাশাপাশি রপ্তানি পণ্যের দামও কিছুটা বেড়েছে। অন্যদিকে ডলারের দাম বেড়ে যাওয়ায় রপ্তানিকারকরা আগের চেয়ে বেশি অর্থ পাচ্ছেন। এ অবস্থায় রপ্তানি খাত থেকে আগামী অর্থবছরে রাজস্ব সংগ্রহ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও