খাবার মুচমুচে রাখতে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৭ মে ২০২২, ১৬:৩৬
বিস্কুট, নিমকি, চানাচুর, ডালভাজা ইত্যাদি খাবার সঠিক উপায়ে সংরক্ষণ করতে যা করবেন:
প্লাস্টিকের জার ব্যবহার না করে এ ধরনের খাবার রাখতে কাচের এয়ারটাইট বয়াম ব্যবহার করুন।
বিস্কুট, চানাচুর, নিমকির বয়াম রোদ পড়ে এমন জায়গায় বা চুলার আশপাশে রাখবেন না।
বয়ামের ঢাকনা ভালোভাবে আটকে রাখতে হবে।
প্রতিটি আইটেমের জন্য আলাদা আলাদা বয়াম ব্যবহার করতে হবে।
বাজার থেকে আনার পর সিল করা প্যাকেট থেকে খাবার বের করে সঙ্গে সঙ্গে তা এয়ারটাইট বয়ামে ঢেলে রাখতে হবে।
ফ্রিজে রাখলেও বিস্কুট, নিমকি দীর্ঘদিন মুচমুচে থাকে।