
টেক্সাসে শিশুহত্যা
টেক্সাসে যে ঘটনা ঘটল, তাতে ক্লাস টু থেকে ফোরে পড়া ১৯ জন শিক্ষার্থী মারা গেছে। এ ছাড়াও ২ জন শিক্ষক মারা গেছেন। ১৮ বছর বয়সী সালভাদর রামোসকেও পুলিশ গুলি করে হত্যা করেছে, ফলে কেন হঠাৎ করে এই তরুণটি শিশুদের স্কুলে গিয়ে কাউবয় সাজার চেষ্টা করলেন, তা আর জানা যাবে না কখনো। খুনির মনস্তত্ত্ব বোঝার আর কোনো পথ খোলা রইল না। কোমলমতি শিশুরা স্কুলে গিয়ে কিছু বুঝে ওঠার আগেই হত্যার শিকার হয়ে একটি বিরাট প্রশ্নবোধক চিহ্নের মতো বিরাজ করবে আমাদের মনে।
মার্কিন দেশটায় কীভাবে সভ্যতা এল কিংবা যাকে আমরা সভ্যতা বলছি, তা আদৌ সভ্যতা কি না, তা নিয়ে বিতর্ক চলছে অনেক বছর ধরে। ভূখণ্ডের মূল অধিবাসীদের নৃশংসভাবে হত্যা করে যেভাবে নিজেদের সভ্য মানুষ বলে ঘোষণা করেছিল সাদা মানুষেরা, তারই পেটে এ ধরনের অরাজকতার বীজ লুকিয়ে আছে কি না, সেটা ভেবে দেখার অবকাশ আছে।
- ট্যাগ:
- মতামত
- গুলি করে হত্যা
- শিশু হত্যা
- বিশ্ব সংবাদ