মাঝমাঠের লড়াইয়ে পিছিয়ে লিভারপুল
প্রথম আলো
প্রকাশিত: ২৭ মে ২০২২, ১৩:১০
রিয়াল মাদ্রিদ, লিভারপুল—দুটিই ঐতিহ্যবাহী ক্লাব। দুই ক্লাবেরই ঐতিহ্যের ছোঁয়া পেয়েছেন অনেক খেলোয়াড়, ম্যানেজার।
খেলোয়াড় হিসেবে জাবি আলোনসো, স্টিভ ম্যাকম্যানামান, মাইকেল ওয়েন, নিকোলাস আনেলকা, নুরি সাহিন, ফার্নান্দো মরিয়েন্তেস, আলভারো আরবেলোয়া, ফাবিনিও ও জের্সি দুদেকরা দুই দলের হয়ে খেলার কীর্তি যেমন গড়েছেন, রাফায়েল বেনিতেজের মতো কোচের আছে দুই দলকেই কোচিং করানোর অভিজ্ঞতা।
সে হিসেবে আগামী চ্যাম্পিয়নস লিগ ফাইনালটা বেনিতেজের মনে অন্য রকম এক আবহের জন্ম দিচ্ছে। নিজের দীর্ঘ ক্যারিয়ারে কোচিং করানো ক্লাবগুলোর মধ্যে দুটি লড়বে ইউরোপের সর্বোচ্চ পুরস্কার পাওয়ার আশায়, ম্যাচের আগে ‘সমর্থক’ বেনিতেজের মনে টানাপোড়েন চলাই স্বাভাবিক।
- ট্যাগ:
- খেলা
- চ্যাম্পিয়নস লিগ