কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্বাচনী নিলামে ওঠার সারিতে জাতীয় পার্টি ?

www.ajkerpatrika.com ড. মমতাজ উদ্দিন পাটোয়ারী প্রকাশিত: ২৭ মে ২০২২, ১১:১৬

বাংলাদেশে এখন নির্বাচন ঘনিয়ে এলেই ছোট ছোট রাজনৈতিক দলগুলোর নেতাদের নিলামে ওঠার বাতিক মাথাচাড়া দিয়ে ওঠে। তাতে আদর্শের কোনো বালাই নেই। এককালের অনেক বাম বহু আগেই আদর্শ ত্যাগ করে বিএনপি, জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন, মন্ত্রী-এমপিও হয়েছিলেন।


সম্প্রতি জাতীয় পার্টি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী নির্বাচন কমিশন এবং সরকার সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছে, যা বিএনপি এবং বিএনপির মিত্রদলগুলোর বক্তব্যের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই বলেই মনে হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু ওই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেছেন, ‘কর্তৃত্ববাদী সরকারের সামনে প্রশাসন বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অসহায় হয়ে পড়ে। তাই কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা আছে।’ মির্জা ফখরুলের বক্তব্যের সঙ্গে জি এম কাদেরের বক্তব্যের এখানে মিল খুঁজে পেলে অবাক হওয়ার কিছু থাকবে না। জি এম কাদের আরও বলেছেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি দেশে ঔপনিবেশিক শাসনব্যবস্থা চালু করেছে। ঔপনিবেশিক আমলে মানুষকে শোষণ করতে প্রশাসক নিয়োগ দেওয়া হতো। প্রশাসকদের জবাবদিহি থাকত শুধু সরকারের কাছে। কারণ, সাধারণ মানুষের কাছে প্রশাসকদের কোনো জবাবদিহি থাকে না। বর্তমানে দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই। সব ক্ষেত্রে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, রাজনীতিবিদদের কোনো কর্তৃত্ব নেই। তাই দেশের জনগণের কাছে কারও জবাবদিহি নেই।’ জি এম কাদের যেই পার্টির চেয়ারম্যান সেই পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ কি জাতীয় পার্টিকে ভিন্নধারার রাজনৈতিক দলে রূপান্তরিত করেছিলেন? জি এম কাদের দলের চেয়ারম্যান হয়ে তিনিও কি জাতীয় পার্টিকে সে ধরনের সংগঠনে রূপান্তরিত করার কোনো উদ্যোগ নিয়েছেন? তেমন উদ্যোগ নিতে হলে তো দলের গঠনতন্ত্রেই পরিবর্তন আনতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও