পিএসজির ‘দাসদের’ পেছনে অর্থ ঢালবে না বার্সা

সমকাল প্রকাশিত: ২৫ মে ২০২২, ২০:৩৫

পিএসজি তারকা নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসিদের নিয়ে সাহসী মন্তব্য করেছেন বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তার মতে, এই সব ফুটবলাররা অর্থের দাসত্ব স্বীকার করে পিএসজির সঙ্গে চুক্তি করেছে। টাকা থাকলে বার্সা তাদের পেছনে ঢালতো না বলেও মন্তব্য করেছেন তিনি। 



নেইমারকে দলে নিতে চান কিনা এমন প্রশ্নে প্রচার মাধ্যম এল স্পোর্টিও ডি কাতালুনিয়াকে লাপোর্তা বলেছেন, ‘নেইমারকে কে-না পছন্দ করে? অসাধারণ খেলোয়াড় সে। কিন্তু পিএসজির সঙ্গে তার চার-পাঁচ বছরের চুক্তি আছে। মেসি-নেইমাররা পিএসজিতে বাধা পড়ে গেছে। এই সব ফুটবলার যারা পিএসজি’র সঙ্গে চুক্তি করেছে তারা অর্থের কাছে দাসত্ব স্বীকার করেই সই করেছে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও