কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টাকার মান কমলে জাতির মান কমে না

প্রথম আলো বিরূপাক্ষ পাল প্রকাশিত: ২৪ মে ২০২২, ২২:২৪

১ ডলারের বাজারদাম ১০০ টাকা অতিক্রম করার সঙ্গে সঙ্গে সরকারের নীতিমহলে হইচই পড়ে গেছে। মাত্র কদিন আগেই ডলারের বাজারদাম ৯০ টাকার নিচে ছিল। টান পড়েছে বৈদেশিক মুদ্রার মজুতে। ২০২১ সালের আগস্ট পর্যন্ত জমানো ৪৮ বিলিয়ন ডলার মে মাসে ৪২ বিলিয়নের কাছাকাছি এসে নেমেছে। দ্রুত হারে বাড়ছে আমদানি। রপ্তানি ও প্রবাসীদের মুদ্রা প্রেরণ বা রেমিট্যান্স আমদানির গতির সঙ্গে তাল রাখতে পারছে না, যা চলতি হিসাবের ঘাটতি আরও বাড়ার হুমকি দিচ্ছে। জুলাই পর্যন্ত তা ১৭ বিলিয়ন ডলারে ঠেকতে পারে। এতে রিজার্ভ আরও কমে যাওয়ার আশঙ্কা। সব মিলিয়ে ভীতি ঊর্ধ্বমুখী।


কেন এমন হলো? এটি আসলে বাজারকে অগ্রাহ্য করার শাস্তি। অর্থনীতির দুই দ্বিমুখী শক্তির নাম চাহিদা ও জোগান। এদের মুখোমুখি ধাক্কায় প্রতিটি জিনিসের মূল্য নির্ধারিত হয়। একটা দেশের মুদ্রার দামও সেভাবে নির্ধারণ না করলে জাতিকে তার খেসারত দিতে হয়। এটি বাজার অর্থনীতির মূল কথা। অর্থনীতি সে খেসারত দিচ্ছে এবং আরও দেবে যত দিন পর্যন্ত জ্ঞান, বুদ্ধি ও গবেষণা অগ্রাহ্য করে কর্তাব্যক্তিরা ‘গায়ের জোরে’ নীতি বানাবেন। অর্থনীতির তত্ত্বকে উপেক্ষা করে নীতি বানানো নির্বুদ্ধিতা। সেগুলো স্বল্পমেয়াদি রাজনীতিতে লোভনীয় হলেও দীর্ঘ মেয়াদে ভয়ানক পরিণতি ডেকে আনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও