কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পরিবেশদূষণ এখনই সজাগ না হলে পরিস্থিতি হবে ভয়াবহ

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২২ মে ২০২২, ১৬:৫৫

পরিবেশদূষণের কারণে বাংলাদেশে বছরে দুই লাখের বেশি মানুষের মৃত্যুর খবরটি খুবই উদ্বেগজনক। চলতি সপ্তাহে বিজ্ঞান সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত ‘গ্লোবাল বারডেন অব ডিজিজ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, পরিবেশদূষণের কারণে ২০১৯ সালে বিশ্বব্যাপী ৯০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আর বাংলাদেশে মারা গেছে ২ লাখ ১৫ হাজার ৮২৫ জন। দূষণে মৃত্যুর সংখ্যার দিক থেকে বিশ্বে ভারত শীর্ষে ও বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।


প্রতিবেদনে পরিবেশদূষণকে বিশ্বে রোগ বিস্তারে সবচেয়ে বড় ঝুঁকির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিবেশদূষণ হয় প্রধানত আমাদের জীবন-জীবিকার সঙ্গে সম্পৃক্ত প্রাকৃতিক উপাদান মাটি, পানি ও বায়ুদূষণ থেকে। এ ছাড়া সিসা, ধূমপান ও কর্মক্ষেত্রে দূষণের শিকার হয়েও অনেক মানুষ মারা যাচ্ছে। বায়ুদূষণে মৃত্যুর দিক থেকেও ভারত শীর্ষে। এরপর যথাক্রমে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের অবস্থান। অন্যদিকে পানিতে আর্সেনিক সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ, ভারত ও চীন। পানিতে আর্সেনিকের কারণে ক্যানসার, কিডনিজনিত রোগ, হৃদ্‌রোগ ও স্নায়ুজনিত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও