![](https://media.priyo.com/img/500x/https://images.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_202/public/images/2022/05/22/haji_selim.jpg?itok=wBdbQ8Ve×tamp=1653191310)
হাজী সেলিম দুপুর ২টায় আদালতে আত্মসমর্পণ করবেন
ডেইলি স্টার
প্রকাশিত: ২২ মে ২০২২, ১০:২৯
দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম আজ রোববার দুপুর ২টায় আদালতে আত্মসমর্পণ করবেন।
হাজী সেলিমের আইনজীবী প্রাণনাথ আজ সকালে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাজী মোহাম্মদ সেলিম ঢাকা বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহীদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করবেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজী সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আদালতে আত্মসমর্পণ
- হাজী সেলিম