পোশাক নিয়ে রাষ্ট্রের কাছে স্পষ্ট জবাব চাই
ঘটনা কিছুতেই চোখ থেকে সরছে না, মনে হচ্ছে ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে আমি দৃশ্যটি দেখছি। যে কোনও সময় ভয়ঙ্কর কিছু ঘটবে, মেয়েটার কি গায়ে হাত দিচ্ছে সবাই ঘিরে ধরে? নিশ্চয়ই দিচ্ছে। মেয়েটা ভয়ে দু’জন সঙ্গীর মাঝে ঢুকে গেলো। তবুও রক্ষা নেই, টেনে তার জামা ছিঁড়ে ফেলা হলো। যে ছিঁড়লো তিনিও একজন নারী। আতংক আর অবিশ্বাস নিয়ে ১ মিনিটের কিছু বেশি সময় ধরে চলা ভিডিও দেখলাম। গেলো ২৪ ঘণ্টায় আমার সেই ভয় কাটছে না। এটা আমার দেশ এখন?
ঘটনা বুধবারের। নরসিংদী রেল স্টেশন। এখন পর্যন্ত জানা গেছে– একজন মেয়ে তার দুই পুরুষ সঙ্গী সহ ঢাকায় আসার ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তার পোশাক কেন ‘অশ্লীল’? সেই প্রশ্ন তুলেছেন সেখানকার বয়োবৃদ্ধ একজন মানুষ। সাথে যোগ হয়েছেন আরেকজন নারী। তারপর সেই মেয়েকে নিয়ে টানা-হেঁচড়া। একসময় মেয়েটির টপস টেনে ছিঁড়ে দেওয়া হলো, মেয়েটি দৌড়ে স্টেশন মাস্টারের রুমে আশ্রয় নিলেন। যদি সেই আশ্রয় তিনি না পেতেন? কী হতো তার? সব জামা-কাপড় খুলে নেওয়া হতো? সেই প্ল্যাটফর্মে ধর্ষণ করা হতো তাকে?