অবরোধ সত্ত্বেও বিশ্বসেরা অর্থনীতির দেশের তালিকায় ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা কারও অজানা নয়। ইসলামি বিপ্লবের বিজয়ের পর থেকেই দেশটি বিশ্বের বৃহৎ পরাশক্তি ও তার মিত্রদের নানা ষড়যন্ত্র ও অবরোধ মোকাবিলা করে এলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দেশটির ওপর ইতিহাসের কঠিনতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
কিন্তু শত্রুদের চাপিয়ে দেওয়া এসব অবরোধ ও কূটকৌশলের কাছে নতজানু হওয়া তো দূরের কথা, বরং খাঁটি ইসলামের অদম্য শক্তির বলে দিনকে দিন ভেতরে ও বাইরে এবং বিশ্ব-অঙ্গনে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে ইসলামি বিপ্লবের দেশ ইরান।
দেশটি আজ বিশ্বের সব স্বাধীনতাকামী জাতির জন্য উন্নয়নের এক রোল মডেল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ তালিকায় বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশগুলোর তালিকায় উঠে এসেছে মধ্যপ্রাচ্যের দেশটি। দেশটির আগে আছে মাত্র ১৯টি দেশ। আইএমএফের তালিকায় ২০তম অবস্থানে উঠে এসেছে ইরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও অর্থনীতির আকার বিচারে পোল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও অস্ট্রিয়ার মতো দেশের চেয়েও ইরান এখন এগিয়ে।