‘আধুনিকা’ পেটানোর এই সুখ কে দিয়েছে
তেলের কালোবাজারি নয়, ব্যাংক লুটের মহাজন নয়, মানুষ-মারা খুনি নয়; তারা মেরেছে এমন একটা মেয়েকে, যার পোশাক তাদের পছন্দ হয়নি। আসল কথা সেটা না। আসল কথা হলো, সবলের দ্বারা দুর্বলের ওপর অত্যাচার। মেয়েটি ক্ষমতাবান পরিবারের কেউ হলে হামলাকারীরা নির্ঘাত উদাস হয়ে যেত।
সবার রুচি এক নয়। তা হওয়ার দরকারও নেই। আলাদা রুচির লোক দেখলে যদি আমাদের অনুভূতি আহত হয়, যদি তাকে মারার ইচ্ছা হয়, তাহলে আমরা যখন চিকিৎসা নিতে ভারতে যাই, বেড়াতে যাই নেপালে, কিংবা কাজের সন্ধানে ইউরোপে গিয়ে হাজির হই; তখন কোথায় থাকে সেই রুচির অহংকার, অনুভূতি সুরক্ষার দাপট?
- ট্যাগ:
- মতামত
- নারীর প্রতি অবমাননা
- নারী পেটানো