কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব: জনজীবনে আর চাপ বাড়াবেন না

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ২১ মে ২০২২, ১০:৫৩

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়িয়ে প্রতি ইউনিট ৮ টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করেছে। বৃহস্পতিবার সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পিডিবির প্রস্তাবের ওপর গণশুনানির আয়োজন করে।


তাদের টেকনিক্যাল কমিটি ভর্তুকি ছাড়া এক ইউনিট বিদ্যুতের দাম বর্তমান দামের অর্ধেকের বেশি বাড়িয়ে ৮ টাকা ১৬ পয়সা করার পক্ষে মত দিয়েছে। এর বিরোধিতা করেছেন ব্যবসায়ী ও ভোক্তা সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা এ ব্যাপারে ব্যাখ্যা-বিশ্নেষণ করে দেখিয়েছেন, বিভিন্ন খাতে অপচয় বন্ধ করলে ৪০ হাজার কোটি টাকার ঘাটতি পুষিয়েও ৩ হাজার কোটি টাকা লাভে থাকবে পিডিবি। ব্যবসায়ীরা এও বলেছেন, ফের গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে শিল্প-কলকারখানা বন্ধ হয়ে যাবে। তাঁদের পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা হবে কঠিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও