এখন দেশ চলছে ঔপনিবেশিক পদ্ধতিতে

সমকাল জিএম কাদের প্রকাশিত: ২০ মে ২০২২, ১৫:১৯

তিনটি রাজনৈতিক দল ছাড়া সবাই বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। রাজনীতি ও রাজনীতিকদের ভবিষ্যৎ অন্ধকার। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ছাড়া কেউ নিজস্ব প্রতীকে নির্বাচন করছে না। আগামী নির্বাচনের পর আরও একটি বা দুটি দল বিলুপ্ত হতে পারে। সমকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন কথাই বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব আহাম্মদ।


সমকাল: সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে একনায়ক বললেন, যা নিয়ে প্রধানমন্ত্রী উষ্ফ্মাও প্রকাশ করেন। হঠাৎ বিরোধী দল হওয়ার বাসনা কেন? বিলম্বিত বোধোদয়, নাকি বঞ্চনায়?


জি এম কাদের: যত দিন দায়িত্বে, তত দিন জাতীয় পার্টি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় রয়েছে। সমস্যা হলো মানুষের ধারণা, জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। কারণ, আমরা নির্বাচন একসঙ্গে করেছি। আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচন ছিল রাজনৈতিক সিদ্ধান্ত ও কৌশল। বিএনপির সঙ্গে জোট হলে জাতীয় পার্টি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চরিত্রগত পার্থক্য নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও