যুক্তরাজ্যের ২৫ শতাংশ মানুষ এক বেলা কম খাচ্ছে: জরিপ
মূল্যস্ফীতির কারণে নানা দেশ এখন বিপদে। এ জন্য পণ্যমূল্য বাড়ছে। বিপাকে পড়ছে মানুষ। উন্নত বিশ্বের দেশগুলোও পড়ছে এ বিপাকে। বাদ পড়েনি যুক্তরাজ্য। বর্তমানে দেশটির মূল্যস্ফীতি ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে বেড়েছে জীবনযাপনের খরচ। ঘর গরম রাখার জন্য যে হিটিং ব্যবস্থা, তা–ও বন্ধ রাখছেন তিনজনের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক। গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন অনেকে। কেউ কেউ কোনো কোনো বেলা না খেয়ে খরচ বাঁচানোর চেষ্টা করছেন। ইপসোস নামের জরিপ সংস্থার এক সমীক্ষা প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এসব কথা বলা হয়েছে।
ইপসোস গ্রুপ একটি বহুজাতিক বাজার গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান। এদের সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে।