চীনের সাংহাই শহরকে 'করোনা শূন্য' ঘোষণা
চীনের বৃহত্তম নগর সাংহাইকে লকডাউনে রেখেই একে করোনাভাইরাস শূন্য ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে উত্তর কোরিয়ায় জ্বরে আরো ছয়জনের মৃত্যু হয়েছে।
সাংহাইয়ের স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝাও দানদান বলেন, সাংহাইয়ের ১৬টি এলাকার সবটিতেই স্থানীয় স্তরে ‘শূন্য কভিড’ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। অর্থাৎ কোয়ারেন্টাইনভুক্ত এলাকার ভেতরেই গতকাল নতুন করে এক হাজারের বেশি করোনা শনাক্ত হলেও বাইরে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।