শরীরের যেসব অংশ বার বার স্পর্শ করা ক্ষতিকর
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৭ মে ২০২২, ১৩:১৫
আমাদের শরীরের এমন কিছু অংশ থাকে, যেগুলো বার বার স্পর্শ করলে তা হতে পারে বিপদের কারণ। চিকিৎসকদের মতে, সুস্থ থাকতে চাইলে শরীরের সেসব অংশ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। কিন্তু অভ্যাসবশত আমরা না জেনেই নিজের ক্ষতি করে যাচ্ছি। তাহলে চলুন জেনে নেওয়া যাক, শরীরের কোন অংশগুলো বার বার স্পর্শ করা ক্ষতির কারণ হতে পারে-
কানের ছিদ্র
যখন-তখন কান খোঁচাখুঁচির অভ্যাস আছে? এমন অভ্যাস থাকলে আজই বাদ দিন। কান হলো এমন এক অঙ্গ যা ভেতরে কখনোই কিছু প্রবেশ করানো উচিত নয়। এর কারণ হলো আমাদের কানের ভেতরের চামড়া অনেকটাই পাতলা। তাই কানের ভেতরে কাঠি, আঙুল বা পেন্সিল জাতীয় কিছু প্রবেশ করালে ঘটতে পারে বিপদ। তাই কান চুলকালে সেই অস্বস্তিটুকু সহ্য করার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। আর কান পরিষ্কার করানোর প্রয়োজন মনে করে চিকিৎসকের দ্বারস্থ হওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।
- ট্যাগ:
- লাইফ
- স্পর্শ করা
- ক্ষতিকর প্রভাব