You have reached your daily news limit

Please log in to continue


যানজট নিরসনে রাত ৮টার পর দোকান বন্ধ চান মেয়র তাপস

রাজধানীর সড়কের যানজট নিরসনে রাত ৮টার পর দোকান বন্ধ করার পক্ষে মত জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়রের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে সোমবার নগর ভবনে সংবাদ সম্মেলনে এই মত জানান তিনি।

মেয়র তাপস বলনে, “রাত ৮ টার দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসা ছাড়াও আরও বেশ কিছু ভালো দিক কিন্তু আছে। এটি যদি আমরা কার্যকর করতে পারি, তাহলে সবাই পরিবারকে আরও বেশি সময় দিতে পারবে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে।

“দোকান বন্ধ করে বাবা যেমন বাসায় ফিরবে, তেমনি বাড়ির ছেলেও ভাববে বাবা বাড়িতে ফিরেছে, আমিও তাড়াতাড়ি বাড়িতে ফিরি। এখন দেখা যায় একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মধ্যরাত পর্যন্ত খুলে রাখেন, বাড়ি ফিরতেও দেরি করেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন