আরও কঠিন আইন চাই
এই সরকারের সাফল্যের কোনো তুলনা নেই। তারা উন্নয়নের রোল মডেল হয়েছে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে, দেশকে অপশক্তির ষড়যন্ত্র থেকে বাঁচিয়েছে। তারা নেতা, চেতনা, ভাবমূর্তি ও ইতিহাসকে রক্ষা করেছে। এসব করার জন্য নিন্দিত হওয়ার ঝুঁকি নিয়েও নতুন নতুন আইন করেছে, নতুন নতুনভাবে তার প্রয়োগ করেছে। সরকারের বিরুদ্ধে এরপরও ষড়যন্ত্র আর বিদ্বেষ থেমে নেই দেশে-বিদেশে!
ষড়যন্ত্র রোধে দেশে আছে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ), আছে রাষ্ট্রদ্রোহ, মানহানি ও নিবর্তনমূলক আটকের বিশেষ বিশেষ আইন। এসব আইনে এক অভিযোগে এক শ মামলা করার মতো কর্মী বাহিনী আছে, এসব মামলা নেওয়ার মতো উদার বিচার বিভাগ আছে। মামলায় না কুলালে পেটানোর জন্য পুলিশ আছে, হাতুড়ি আর হেলমেট বাহিনী আছে, আছে উল্টো মামলা দেওয়ার ফৌজদারি আইন।