পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন—পাকিস্তানের ভেতরে ও বাইরের একাধিক অবস্থান থেকে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ইমরান খান এ সংক্রান্ত একটি ভিডিও রেকর্ড করার খবর জানিয়ে বলেছেন, তিনি সব হুমকিদাতা ও ষড়যন্ত্রকারীর নাম ও প্রমাণ তুলে ওই ভিডিওতে রেখেছেন।
খবর হিন্দুস্তান টাইমসের। ইমরান খান গতকাল শনিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে তেহরিকে ইনসাফ পার্টি আয়োজিত এক জনসমাবেশে ভাষণ দেন। সেখানে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও তাঁকে হত্যার পরিকল্পনা করে যাচ্ছে। এবং এ পরিকল্পনা দেশের ভেতরে ও বাইরে বসে করা হচ্ছে।