কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইশ্যাডোর বিবিধ ব্যবহার

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৪ মে ২০২২, ২০:০৬

১. পুরোনো ও অব্যবহৃত আইশ্যাডো দিয়ে ভ্রু ঘন করা যায়। এর জন্য খয়েরি রঙের ম্যাট আইশ্যাডোতে একটি কটন বাড গুলিয়ে নিন। তা দিয়ে ভ্রু ঘন করুন।


২. গোল্ড শেডের আইশ্যাডো দিয়ে নাকের ওপর, ভ্রুয়ের নিচে, ঠোঁটের খাঁজে, গালের হাড়ের অংশ হাইলাইট করতে পারবেন। 


৩. মুখে কনট্যুর করতে যাঁরা ব্রোঞ্জার ব্যবহার করেন তাঁরা গায়ের রঙের চেয়ে দুই-তিন শেড গাঢ় আইশ্যাডো নিয়ে নিন। এটি ব্রাশ দিয়ে চিকবোন ও চোয়ালের হাড়ের নিচে লাগিয়ে নিন। 


৪. লিপস্টিক হিসেবেও আইশ্যাডো ব্যবহার করা যায়। এর জন্য ঠোঁটে অল্প করে কনসিলার লাগিয়ে বেজ তৈরি করতে হবে। এরপর ব্রাশের সাহায্যে ঠোঁটের ওপর পছন্দমতো শ্যাডো লাগিয়ে নিন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে