মোটরসাইকেল কীভাবে দূরপাল্লার পরিবহন হয়

ঢাকা পোষ্ট কাজী মো. সাইফুন নেওয়াজ প্রকাশিত: ১৩ মে ২০২২, ১১:১৭

সবকিছু স্বাভাবিক থাকার পরও এ বছরে সড়ক পথের ঈদযাত্রা ছিল তুলনামূলক অনেক স্বস্তির। শেষ কবে সড়ক পথের ঈদযাত্রায় যানজট এতটা কম ছিল তা অনেক চেষ্টা করেও বের করতে পারলাম না। ঢাকায় ফেরার পথে কিছু কিছু জায়গায় যানজট ছিল তবে তা খুব দ্রুতই আবার স্বাভাবিক হয়ে গিয়েছে।


এর পেছনে আমার মতে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করছে। প্রথমটি হলো, সড়ক ও জনপদ বিভাগ, যানজট হয় এমন কয়েকটি স্থানে ফ্লাইওভার তৈরি করে গ্রেড সেপারেশন করে দিয়েছে এবং কিছু নতুন ব্রিজ নির্মাণ করেছে যা ভালো ফল দিয়েছে, যেমন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতীতে যেমন মাইলের পর মাইল যানজট লেগে যেত এবার তা দেখা যায়নি। এছাড়াও রাস্তার রক্ষণাবেক্ষণের দিকটিও এবার বেশ ভালোভাবে সম্পন্ন করা হয়েছে।


দ্বিতীয় কারণ হলো, অন্য সব ঈদের সময়ের তুলনায় এবার পুলিশের তৎপরতা অনেক বেশি ছিল। সাধারণত রাস্তার সংযোগস্থলে বাস বা অন্যান্য যান দীর্ঘক্ষণ থেমে থাকা বা জটলা করার কারণে যানজট সৃষ্টি হতো, কিন্তু এবার পুলিশ এ ব্যাপারে খুব তৎপর ছিল তাই যানজট সৃষ্টি হতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও