কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির উচ্চহার উদ্বেগজনক

যুগান্তর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মো. আবদুল লতিফ মন্ডল প্রকাশিত: ১১ মে ২০২২, ১০:৩৫

বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের বরাত দিয়ে ৩০ এপ্রিল যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতির হার শহরের চেয়ে গ্রামে বেশি।


প্রতিবেদনে মার্চে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে শহর ও গ্রামে মূল্যস্ফীতি হারের একটি তুলণামূলক বিবরণী দেওয়া হয়েছে। এতে দেখা যায়, মার্চে শহর ও গ্রামে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৫ দশমিক ৬৯ এবং ৬ দশমিক ৫২ শতাংশ। অর্থাৎ শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির হার বেশি হয়েছে দশমিক ৮৩ শতাংশ।


আর খাদ্য খাতে যখন শহরে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৪৯ শতাংশ, তখন গ্রামে এ খাতে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৭১ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে শহর ও গ্রামে মার্চে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৫ দশমিক ৯০ এবং ৬ দশমিক ১৫ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও