কোভিড’য়ের অদ্ভুত পার্শ্ব-প্রতিক্রিয়া
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ মে ২০২২, ১৮:৩৫
করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থ হলেও পুরুষের যৌনক্ষমতা কমে যেতে পারে।
মহামারীর শুরু থেকেই বিশেষজ্ঞরা বলে আসছেন যে, করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে গেলেও তার দীর্ঘমেয়াদি পার্শ্ব-প্রতিক্রিয়া থেকে যাবে। এরমধ্যে থাকবে অবসাদ, শ্বাসকষ্ট, স্নায়বিক বিভিন্ন সমস্যা ইত্যাদি।
তবে সম্প্রতি গবেষণায় অদ্ভুত একটি পার্শ্ব-প্রতিক্রিয়া খুঁজে পাওয়া গেছে। যা পুরুষের জন্য ভয়ানক খবর, তা হলো ‘ইরেক্টাইল ডিজফাংশন’ বা পুরুষাঙ্গ দৃঢ় না হওয়ার সমস্যা।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের জানানো হয়, “ইউরোপ, উত্তর আমেরিকা, ইজিপ্ট, তুর্কি, ইরান এবং থাইল্যান্ডের গবেষকরা দাবী করছেন, কোভিড আর পুরুষাঙ্গ দৃঢ় হওয়ার সমস্যার মধ্যে সম্পর্ক দেখা গেছে।”