রাজনীতি হঠাৎ সরব আওয়ামী লীগ চাপে পড়ে কৌশল আঁটছে বিএনপি

সমকাল প্রকাশিত: ০৯ মে ২০২২, ০৮:৪০

দ্বাদশ সংসদ নির্বাচনের দেড় বছর বাকি থাকতেই হাওয়া লেগেছে রাজনীতির পালে। একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিএনপিসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে তার এই ঘোষণার নানা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্নেষকরা।


বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে আর কখনও নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে বারবার বিশ্বাস ও আস্থা ভঙ্গের অভিযোগ এনেছে তারা। দলের নেতারা বলছেন, দেশি-বিদেশি চাপের মুখে অতীতের মতো এখন আবারও বিএনপিকে নির্বাচনে নেওয়ার নানা কলাকৌশল নিচ্ছে আওয়ামী লীগ।


এবার আর কোনো ফাঁদে পা দেবে না বিএনপি। রাজনৈতিক বিশ্নেষকদের বড় অংশ বলছেন, রাজনীতির মূল সংকট নির্বাচনকালীন সরকার। আর নির্বাচনকালীন সরকার প্রশ্নে সংলাপের আগে প্রয়োজন রাজনৈতিক সমঝোতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও