সারভাইভাল অব দ্য ফিটেস্ট : এমআরএনএ ভ্যাকসিন
স্বাস্থ্য যে অবশ্যই গুরুত্বপূর্ণ তাতে বিন্দুমাত্র সন্দেহ থাকতে পারে না। যে কারণে স্বাস্থ্যই সকল সুখের মূল, এই বাক্যটি আমাদের সমাজে প্রচলিত আছে বহুদিন ধরেই। তবে স্বাস্থ্যের সাথে সুখের যোগাযোগ কতটা ঘনিষ্ঠ তা মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে গত দুই বছরে করোনা মহামারি আসার পর।
তবে করোনার আগে পরে আরও কিছু রোগ আমাদের জীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছিল যেগুলোর কথা হয়তো করোনা চলাকালীন সময়ে করোনার চাপে চিরে-চ্যাপ্টা ছিলাম বলে আমরা মনে রাখতে পারিনি। কিন্তু এখন করোনা যখন ম্রিয়মাণ, তখন এসব বিষয়ে আবারও জোর দেওয়ার প্রয়োজন আছে বলেই মনে হয়।