সুইডেন-ডেনমার্কের আকাশে রুশ বিমান, রাষ্ট্রদূত তলব
কালের কণ্ঠ
প্রকাশিত: ০২ মে ২০২২, ১১:০৩
রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ডেনমার্ক ও সুইডেন। আকাশসীমা লঙ্ঘন করে রুশ গোয়েন্দা বিমান দেশ দুটিতে ঢুকে পড়ার অভিযোগ উঠেছে। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সুইডেন ও ডেনমার্ক জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় ডেনিশ বাল্টিক দ্বীপ বোর্নহোমের পূর্ব আকাশসীমায় প্রবেশ করে রুশ বিমানটি। এরপর তা সুইডেনে ঢুকে যায়।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোদ বলেছেন, গুপ্তচর বিমান আমাদের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
এ ঘটনায় রুশ দূতকে তলব করেছে সুইডেন। দেশটি বলেছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা অপেশাদার আচরণ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রাষ্ট্রদূত
- তলব
- আকাশসীমা লঙ্ঘন