দেশের আর্থিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার হামলার শঙ্কা
সমকাল
প্রকাশিত: ০১ মে ২০২২, ১৪:৫১
ঈদের ছুটিতে দেশের গুরুত্বপূর্ণ আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আইসিটি বিভাগের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বিজিডি ই-গভ সার্ট।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়ার চলমান বিবাদকে কেন্দ্র করে দু'পক্ষের হ্যাকাররা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বটনেট ও ম্যালওয়ার সংক্রমিত করে একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। রাশিয়ান কম্পিউটার সিকিউরিটি ইন্সিডেন্ট রেসপন্স টিম (সার্ট) থেকে প্রদত্ত সতর্কীকরণ বার্তা বিশ্লেষণ করে বিজিডি ই-গভ সার্ট দেশে ব্যবহৃত প্রায় ১৪০০ আইপি নম্বরের সন্ধান পেয়েছে।