সিলেটের পথে সাবেক অর্থমন্ত্রী মুহিতের মরদেহ

এনটিভি প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ১৪:৩০

খ্যাতনামা অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দ্বিতীয় জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আজ শনিবার বাদ জোহর সম্পন্ন হয়েছে।


জানাজা শেষে এখন সড়ক পথে তাঁর মরদেহ সিলেটে পৈত্রিক নিবাসে নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল বাদ জোহর সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


এর আগে আজ সকালে আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।


গুলশান কেন্দ্রীয় মসজিদের জানাজা শেষে সাবেক অর্থমন্ত্রীর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা তাঁর কফিনে ফুলেল শ্রদ্ধা জানান।


এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তিনি ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ। তিনি সব সময় কাজে ডুবে থাকতেন। তিনি দেশ ও জাতিকে অনেক কিছু দিয়েছেন। এ জাতি তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও